আকাশ কেন ডাকে মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়
আকাশ কেন ডাকে মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়
দূর থেকে দূর আরো বহুদূরে
পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে
ভাঙা এ মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়
আকাশ কেন ডাকে মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়
নীল ভাঙা নীল সুদূর কিনারে
রোদের কারুকাজ মেঘের মিনারে
আমি যে কার কে আমার সে কথা কি বলবে আমায়
আকাশ কেন ডাকে মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়
Song: Akash Keno Dake
Artiste: Kishore Kumar
Music Director: R.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Video from YouTube for Akash Keno Dake :