কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী
কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী
খুঁজে দেখনা বুঝে দেখনা
ভেবে দেখনা তা কি জাননা
কিছু না বলে চলে গিয়ে
মনকে দিওনা ফাঁকি।
কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী।
তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমায় ভালোবাসায়
তুমি আকাশ প্রদীপ জ্বালো
তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমায় ভালোবাসায়
তুমি আকাশ প্রদীপ জ্বালো
প্রিয়ভাষিনী কথা রাখোনি
প্রিয়ভাষিনী কথা রাখোনি
আশায় আশায় কত যে আর
শুধুই বসে থাকি।
কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী।
আজ কি তোমার স্বপ্ন দেখার
সময় নিয়ে নিয়ে
যায় যে সব হারিয়ে।
আজ কি তোমার স্বপ্ন দেখার
সময় নিয়ে নিয়ে
যায় যে সব হারিয়ে।
তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা।
তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা।
প্রিয় ভাষিনী কথা রাখোনি
প্রিয় ভাষিনী কথা রাখোনি
ফাগুন এসে অজান্তে আজ
হোল কি বৈশাখী।
কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী।
খুঁজে দেখনা বুঝে দেখনা
ভেবে দেখনা তা কি জাননা
কিছু না বলে চলে গিয়ে
মনকে দিওনা ফাঁকি।
কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী।
Song: Kothay Kothay J Rat Hoa Jai
Singer: Manna Dey
Composer: Sudhin Dasgupta
Lyricist: Pulak Bandyopadhyay
Video from YouTube for Kothay Kothay J Rat Hoa Jai :