Featured Video Play Icon

Manush Bhojle | মানুষ ভজলে

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। ও মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। ও মানুষ ভজলে সোনার মানুষ হবি। […]

Continue Reading
Featured Video Play Icon

Emon Manob Jonom | এমন মানবজনম

এমন মানব জনম আর কি হবে। মন যা কর, ত্বরায় কর এই ভবে।। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই, শুনি মানব রূপের উত্তম কিছুই নাই ।। দেব-দেবতাগণ, করে আরাধন জনম নিতে মানবে।। কত ভাগ্যের ফলে না জানি, মন রে, পেয়েছ এই মানব-তরণী।। বেয়ে যাও ত্বরায় তোমার((মতান্তরে: তরী) সুধারায়, যেন ভরা না ডোবে।। এই মানুষে হবে মাধুর্য্য […]

Continue Reading
Featured Video Play Icon

Somudra Kinare Bose | সমুদ্রের কিনারে বসে

সমুদ্রের কিনারে বসে জল বিনে চাতকী ম’লো। হায়রে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিলো।। চাতক থাকে মেঘের আশে মেঘ বরিষণ অন্য দেশে। বলো চাতক বাঁচে কিসে ওষ্ঠাগত প্রাণ আকুল।। নবঘন বিনে বারি খায় না চাতক অন্য বারি। চাতকের প্রতিজ্ঞা ভারি যায় যদি প্রাণ সেও তো ভালো।। লালন বলে ওরে মন কই হল​ মোর […]

Continue Reading
Featured Video Play Icon

Barir Kache Arshi Nagar | বাড়ীর কাছে আরশী নগর

বাড়ীর কাছে আরশী নগর সেথা পড়শী বসত করে এক ঘর​ পড়শী বসত করে আমি এক দিনও না দেখিলাম তারে। বাড়ীর কাছে আরশী নগর বিরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পাড়ে, বিরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পাড়ে, বাঞ্ছা করে দেখবো তারি বাঞ্ছা করে দেখবো তারি কেমনে সেথায় যাইরে, আমি কেমনে সেথায় […]

Continue Reading
Featured Video Play Icon

Jat Gelo Jat Gelo Bole | জাত গেল জাত গেল বলে

জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা সত্য পথে কেউ নয় রাজি সত্য পথে কেউ নয় রাজি সব দেখি তা না না না জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা জাত গেল জাত গেল বলে সত্য পথে কেউ নয় রাজি সত্য পথে কেউ নয় রাজি […]

Continue Reading
Featured Video Play Icon

Khanchar Bhitor Achin Pakhi | খাঁচার ভিতর অচিন পাখি

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়ে। কেমনে আসে যায় আট কুঠুরী নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা আট কুঠুরী নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা তার উপরে সদর কোঠা আয়না মহল তায়ে। কেমনে আসে যায় কপালের ফের […]

Continue Reading
Featured Video Play Icon

Khomo Khomo Oporadh | ক্ষম ক্ষম অপরাধ

বড় সঙ্কটে পড়িয়া দয়াল বারে বার ডাকি তোমায়।। ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার চাও হে দয়াময়। তোমার ক্ষমতায় আমি যা ইচ্ছে তাই করো তুমি। রাখো মারো সে নাম নামি তোমারই এই জগৎময়।। পাপী অধম ত্বরাইতে সাঁই পতিত পাবন নাম শুনতে পাই। সত্য মিথ্যা জানবো হেথায় ত্বরাইলে আজ আমায়।। কসুর পেয়ে মারো যারে আবার দয়া […]

Continue Reading
Featured Video Play Icon

Ami Opar Hoye Bose Achi | আমি অপার হয়ে বসে আছি

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমায় ।। আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে আমি তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায় ।। নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন আমি নাম শুনেছি পতিতপাবন তাইতো দে দোহাই ।। অগতির না দিলে গতি ঐ নামে রবে অখ্যাতি ফকির লালন কয় […]

Continue Reading
Featured Video Play Icon

Milon Hobe Koto Dine | মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে ।। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছি কালো শশী হব বলে চরণ দাসী , ও তা হয় না কপাল গুণে ।। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষণ , কালারে হারায়ে তেমন ঐ রূপ হেরি এ দর্পণে ।। যখন ঐ রূপ স্মরণ হয় , থাকে না লোকলজ্জার […]

Continue Reading
Featured Video Play Icon

Dekhna Mon Jhak Mari | দেখ না মন ঝাকমারি

পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী । দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি ।। বড় আশার বাসা এ ঘর পড়ে রবে কোথা রে কার ঠিক নাই তারই । তোমার- পিছে পিছে ঘুরছে শমন কোনদিন হাতে দেবে দড়ি ।। দরদের ভাই বন্ধুজনা ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই । তোমায়- খালি হাতে একা পথে বিদায় করে […]

Continue Reading