আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায় ।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায় ।।
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
আমি নাম শুনেছি পতিতপাবন
তাইতো দে দোহাই ।।
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ফকির লালন কয় অকুলের পতি
কে বলবে তোমায় ।।
Song: Ami Opar Hoye Bose Achi
Artist: Folk Studio Bangla
Type: Lalongiti
Video from YouTube for Ami Opar Hoye Bose Achi :