Featured Video Play Icon

Khanchar Bhitor Achin Pakhi | খাঁচার ভিতর অচিন পাখি

Lalon Geeti

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
কেমনে আসে যায়

আট কুঠুরী নয় দরজা আটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
আট কুঠুরী নয় দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।
কেমনে আসে যায়

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন খানে পালায়।
কেমনে আসে যায়

মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।
কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়

Song: Khanchar Bhitor Achin Pakhi
Type: Lalongiti
Artist: Farida Parveen

Video from YouTube for Khanchar Bhitor Achin Pakhi :
https://youtu.be/53ki10GevJE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *