Featured Video Play Icon

Tabo Charono Nimne | তব চরণ নিম্নে

Manna Dey Rajanikanta Sen Subhashchandra (1966)

তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা।
উর্ধে চাহ অগণিত-মণি-রঞ্জিত-নভো-নীলাঞ্চলা।
উর্ধে চাহ অগণিত-মণি-রঞ্জিত-নভো-নীলাঞ্চলা।
সৌম্য-মধুর-দিব্যাঙ্গনা, শান্ত-কুশল-দরশা।
শ্যাম ধরণী সরসা।
তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা।

দুরে হের চন্দ্র-কিরণ-উদ্ভাসিত গঙ্গা।
দুরে হের চন্দ্র-কিরণ-উদ্ভাসিত গঙ্গা।
নৃত্য-পুলক-গীতি-মুখর-কলুষহর-তরঙ্গা।
ধায় মত্ত-হরষে, সাগরপদ-পরশে।
কুলে কুলে করি পরিবেশন মঙ্গলময় বরষা।
শ্যাম ধরণী সরসা।
তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা।

Song: Tabo Charono Nimne
Artist: Manna Dey
Lyricist: Rajanikanta Sen
Movie : Subhashchandra (1966)
Artist : Manna Dey
Music Director : Aparesh Lahiri
Director : Pijush Bose
Star Cast : Master Ashish Ghosh, Samar Kumar, Amar Dutta, Robin Banerjee, N.Vishwanathan, Dilip Roy

Note:
======

He used to compose songs for inaugural and closing ceremonies for various assemblies in his college days even in very short notice. One such song is this, which Rajanikanta composed within a very short period of one hour for such an assembly in Rajshahi library. (From wikipedia)

উল্লেখ্য :
=================
কান্তকবি ছিলেন অসামান্য প্রতিভার অধিকারী। রাজশাহী গ্রন্থাগারের সমাবেশে মাত্র এক ঘন্টার মধ্যে গানটি রচনা করেছিলেন তিনি। তারপর জনপ্রিয় হতে সম​য় লাগেনি।(উইকিপিডিয়া থেকে)

Video from YouTube for Tabo Charono Nimne :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *