Featured Video Play Icon

Ekbar Biday De Ma | একবার বিদায় দে মা

deshattobodhok gaan Lata Mangeshkar Subhashchandra (1966)

একবার বিদায় দে মা ঘুরে আসি।
একবার বিদায় দে মা ঘুরে আসি।
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।
আমি হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি।

কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে মাগো,
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আরেক ইংলন্ডবাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি।

হাতে যদি থাকতো ছোরা,
তোর ক্ষুদি কি পড়তো ধরা মাগো?
রক্ত-মাংসে এক করিতাম
দেখতো জগতবাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি।

শনিবার বেলা দশটার পরে,
জজকোর্টেতে লোক না ধরে মাগো।
হল অভিরামের দ্বীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি।
একবার বিদায় দে মা ঘুরে আসি।

বারো লক্ষ তেত্রিশ কোটি
রইলো মা তোর বেটা বেটি মাগো।
তাদের নিয়ে ঘর করিস মা
বৌদের করিস দাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি।

দশ মাস দশদিন পরে
জন্ম নেব মাসির ঘরে মাগো।
তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি।
ও মা তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি।
একবার বিদায় দে মা ঘুরে আসি।

Song: Ekbar Bidai De Ma
Artist: Lata Mangeshkar
Lyricist: Pitamber Das/Mukunda Das
Composer: Pitamber Das
Movie: Subhashchandra (1966)
Director: Pijush Bose

Note:
============
Khudiram Bose was the first Bengali warrior rebel who was hanged by British Government. Khudiram took part in armed revolution against the British Raj was sentenced to death and hanged on 11 August 1908. At that time he was only 18 years old. The song was written on the occasion Khudiram’s death. It was celebrated farewell song by Khudiram. Entire Bengali nation shed tears over this song. (From wikipedia)

উল্লেখ্য:
=======

ক্ষুদিরাম বসু ছিলেন প্রথম বাঙালি বিপ্লবী যাকে ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল। ক্ষুদিরাম ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার জন্য সশস্ত্র বিপ্লবে অংশ নিয়েছিলেন। ১৯০৮ সালের ১১ অগস্ট তার ফাঁসির নির্দেশ কার্যকর হয়। ফাঁসির সময় তার বয়স ছিল ১৮। তার ফাঁসি উপলক্ষে তাকে বিদায় জানানোর জন্য এই গানটি রচিত হয়েছিল।(উইকিপিডিয়া থেকে)

Video from YouTube for Ekbar Bidai De Ma :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *