দূরে আকাশ সামিয়ানায়
দূরে আকাশ সামিয়ানায়
প্রদীপ জ্বালায় তারায়
জেগে জেগে কি যে ভাবি
কে জানে মন ছাড়া
দূরে আকাশ সামিয়ানায়
আমায় শুধু আড়ালে রাখে
আমায় শুধু আড়ালে রাখে
স্মৃতির এ কুয়াশা
ঝড়েরই মুখে এ যে পাখির নীড়ে ফেরার আশা
বুঝেছি আমি আমার ব্যাথাই মধুর ভালোবাসার
কেঁদে কেঁদে ডাকিগো যাকে নেই তার কোন সাড়া
দূরে আকাশ সামিয়ানায়
কাঁদে সুর বাঁশিতে হায় কান্না আমার কেন হাসিতে চায়
কাঁদে গন্ধ মুকুলে গো
কাঁদে গন্ধ মুকুলে গো
আসে প্লাবন নয়নেরই দুকূলে গো
জ্বলি জ্বালার আগুনে দুঃখ ভরা বর্ষা নামে ফাগুনে
দুঃখ ভরা বর্ষা নামে ফাগুনে
বুকে তবু বয় যে প্রেমেরই ফল্গুধারা
দূরে আকাশ সামিয়ানায়
দূরে আকাশ সামিয়ানায়
প্রদীপ জ্বালায় তারায়
Song: Dure Akash Samiyanay(1977)
Artist: Lata Mangeshkar
Lyrics: Gauriprasanna Mazumder
Video from YouTube for Dure Akash Samiyanay :
https://www.youtube.com/watch?v=BIaVc82pUMw