Featured Video Play Icon

Nishidin Nishidin Baje | নিশিদিন নিশিদিন বাজে

Lata Mangeshkar Salil Chowdhury

মন লাগে না
তুমি বিনা মোর জীবন যেন
চাঁদনি বিহীনা রজনী হায়
আ আআ আআআ আ আ আ
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ
সে যে তুমি বিন জানে না।
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ
সে যে তুমি বিন জানে না।
গুনগুন গুন করুণ সে ধুণ মনবিরহী মানে না।

স্বজন আমার থাকে দুরেতে
আসে কি কাছেতে শুধু সুরেতে।
স্বজন আমার থাকে দুরেতে
আসে কি কাছেতে শুধু সুরেতে।
হায় বিধি হল বাম, মোর শ্যাম
শুধু বাঁশিতে ডাকে, আসিতে চাহে না।
ছল ছল জল যেত যমুনার জল কুল কুল স্বরে বহিয়া,
আসে উজান হায় তার প্রাণ যায় না কিছু কহিয়া।

ললিতা বিশাখা সখী সজনী
কাটে না বিহনে তারি রজনী।
ললিতা বিশাখা সখী সজনী
কাটে না বিহনে তারি রজনী।
আন সখী তারে আন, অভিমান,
দিব তাহারি পায়ে ডালিয়ে মোর প্রাণ।

শন্ শন্ শন্ শন্ বহে তুফানি পবন
এলো ঘন গেল কাঁদিয়া।
শন্ শন্ শন্ শন্ বহে তুফানি পবন
এলো ঘন গেল কাঁদিয়া।
মোর ঘর বার হল একাকার
বিজলী হানে ধাঁধিয়া।
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ
সে যে তুমি বিন জানে না ,
গুন গুন গুন করুণ সে ধুণ মনবিরহী মানে না।

Song: Nishidin Nishidin Baje
Artist: Lata Mangeshkar
Lyricist and Composer: Salil Chowdhury

Video form YouTube for Nishidin Nishidin Baje :
https://www.youtube.com/watch?v=q7ZnGb5ceHA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *