আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
কোনো হরিণী করুণ তার তান তুলেছে,
এমন দিনে তুমি মোর কাছে নাই হায়,
স্মৃতিরা যেন জোনাকিরই ঝিকিমিকি ঝিকিমিকি।
ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আ আ আ আ আ আ
ও ও ও ও ও ও ও
জীবন বৃন্তের থেকে ঝরে
কত না স্বপ্ন গেছে মরে।
জীবন বৃন্তের থেকে ঝরে
কত না স্বপ্ন গেছে মরে।
তবুও পথ চলা
কবে যে শেষ হবে জানিনা।
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
কোনো হরিণী করুণ তার তান তুলেছে,
এমন দিনে তুমি মোর কাছে নাই হায়,
স্মৃতিরা যেন জোনাকিরই ঝিকিমিকি ঝিকিমিকি।
ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আ আ আ আ আ আ
ও ও ও ও ও ও ও
আপন নীড়ে ফিরে গেছে পাখি
নীড় হারায়ে আমি পথে থাকি।
আপন নীড়ে ফিরে গেছে পাখি
নীড় হারায়ে আমি পথে থাকি।
ভাবি এখনও মোরে
আকাশে চেয়ে চেয়ে ভাবো কি?
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
কোনো হরিণী করুণ তার তান তুলেছে,
এমন দিনে তুমি মোর কাছে নাই হায়,
স্মৃতিরা যেন জোনাকিরই ঝিকিমিকি ঝিকিমিকি।
ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
Song: Aha oi anka banka je path
Artist: Shyamal Mitra
Lyricist and Composer: Salil Chowdhury
Video from YouTube for Aha oi anka banka je path: