Featured Video Play Icon

Oi Je Sobuj Bono Bithika | ওই যে সবুজ বনবিথীকা

Salil Chowdhury

ওই যে সবুজ বনবিথীকা।
দূর দিগন্তের সীমানায়,
ছোট্টো নদীটির ওই বাঁকে
মোর প্রিয় হোথায় থাকে।
ওই যে সবুজ বনবিথীকা।
দূর দিগন্তের সীমানায়,
ছোট্টো নদীটির ওই বাঁকে।
মোর প্রিয় হোথায় থাকে।

নীল পাহাড় নিত্য তার অঙ্গনে বিছায় ছায়া,
রঙ্গনের ফুল কিছু তার প্রাঙ্গনে ছ​ড়ায় মায়া।
নীল পাহাড় নিত্য তার অঙ্গনে বিছায় ছায়া,
রঙ্গনের ফুল কিছু তার প্রাঙ্গনে ছ​ড়ায় মায়া।
ভোরবেলায় তার ঘুম যে ভাঙায় মল্লিকা,
ছোট্টো পাখিটি চন্দনা নিত্য গাহে তার বন্দনা,
ওই যে কাশের বনে তার ফাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।

তাল তমাল অন্তরাল রাখছে তার বনসজ্জাতে.
বনমরাল চমকে চায় তার চলন দেখে লজ্জাতে।
তাল তমাল অন্তরাল রাখছে তার বনসজ্জাতে,
বনমরাল চমকে চায় তার চলন দেখে লজ্জাতে।
চার প্রহর জাগে নিত্য রাতে চন্দ্রিকা।
সবই আছে শুধু আমি নাই,
সেই সুরে বাজে সানাই,
আজও অলি আসে মোর ডাকে।
মোর প্রিয় হোথায় থাকে।

ওই যে সবুজ বনবিথীকা।
দূর দিগন্তের সীমানায়,
ছোট্টো নদীটির ওই বাঁকে
মোর প্রিয় হোথায় থাকে।

Song: Oi je sobuj bono bithika
Artist: Madhuri Chatterjee (1967)
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury

Video from YouTube for Oi je sobuj bono bithika:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *