যদি কিছু আমারে শুধাও-
কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব,
না বলা কথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও-
ওই আকাশ নত, যুগে যুগে সংযত,
নীরবতায় অবিরত, কথা বলে গেছে কত।
ওই আকাশ নত, যুগে যুগে সংযত,
নীরবতায় অবিরত, কথা বলে গেছে কত।
তেমনই আমার বানী সৌরভে কানাকানি,
তেমনই আমার বানী সৌরভে কানাকানি,
হয় যদি ভ্রমরা গো, সে ব্যাথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও-
কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব,
না বলা কথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও-
অন্তরে অন্তরে, যদি কোনো মন্তরে,
বোবা এ প্রানের ব্যথা, বোঝানো যেত গো তারে!
অন্তরে অন্তরে, যদি কোনো মন্তরে,
বোবা এ প্রানের ব্যথা, বোঝানো যেত গো তারে!
কবিরও কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি
কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও-
কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব,
না বলা কথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও-
Song: Jodi kichu amare shudhao
Artist: Shyamal Mitra
Lyricist and Composer: Salil Chowdhury
Video from YouTube for Jodi kichu amare shudhao: