সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান
সংক্টের কল্পনাতে হয়ো না মৃয়মাণ
সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান
সংক্টের কল্পনাতে হয়ো না মৃয়মাণ
আ আহা
মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়
আ আহা
দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো
দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো
মুক্ত করো ভয় নিজের পরে করিতে ভর না রেখো সংশয়
আ আহা
ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান
নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ
ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান
নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ
মুক্ত করো ভয় দুরূহ কাজে নিজেরে দিও কঠিন পরিচয়
আ আহা
সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান
সংক্টের কল্পনাতে হয়ো না মৃয়মাণ
আ আহা
সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান
সংক্টের কল্পনাতে হয়ো না মৃয়মাণ
আ আহা
Song: Sankocher Bihwalata
Music – Rabindranath Tagore
Lyrics – Rabindranath Tagore
Video from YouTube for Sankocher Bihwalata :