Featured Video Play Icon

Sankocher Bihwalata | সংকোচের বিহ্বলতা

deshattobodhok gaan Rabindra Sangeet

সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান
সংক্টের কল্পনাতে হয়ো না মৃয়মাণ
সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান
সংক্টের কল্পনাতে হয়ো না মৃয়মাণ
আ আহা

মুক্ত করো ভ​য় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়
আ আহা
দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো
দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো
মুক্ত করো ভয় নিজের পরে করিতে ভর না রেখো সংশ​য়
আ আহা
ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান
নীরব হ​য়ে নম্র হ​য়ে পণ করিয়ো প্রাণ
ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান
নীরব হ​য়ে নম্র হ​য়ে পণ করিয়ো প্রাণ
মুক্ত করো ভয় দুরূহ কাজে নিজেরে দিও কঠিন পরিচ​য়
আ আহা
সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান
সংক্টের কল্পনাতে হয়ো না মৃয়মাণ
আ আহা
সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান
সংক্টের কল্পনাতে হয়ো না মৃয়মাণ
আ আহা

Song: Sankocher Bihwalata
Music – Rabindranath Tagore
Lyrics – Rabindranath Tagore

Video from YouTube for Sankocher Bihwalata :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *