Featured Video Play Icon

Jete Jete Ekla Pothe | যেতে যেতে একলা পথে

Rabindra Sangeet

যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।
ঝ​ড় এসেছে, ওরে,
ওরে, ঝ​ড় এসেছে, ওরে,
এবার ঝ​ড়কে পেলাম সাথী।
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।

আকাশ-কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
আকাশ-কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রল​য় আমার কেশে বেশে করছে মাতামাতি।
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।

যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে।
যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে।
বুঝিবা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে-
বুঝিবা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে-
কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি।।
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।
ঝ​ড় এসেছে, ওরে,
ওরে, ঝ​ড় এসেছে, ওরে,
এবার ঝ​ড়কে পেলাম সাথী।
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।

Song: Jete Jete Ekla Pothe
Artist: Indrani Sen
Type: Rabindrasangeet
Parjaay: Puja
Upa-parjaay: Dukkha
Taal: Jhampak
Raag: Malhar
Written on: 1914 ( ২৬শে ভাদ্র ১৩২১ )
Place: Surul
Collection: Geetali
Swarabitan: 11 (Ketaki) / 42
Notation by: Dinendranath Tagore

Video from YouTube for Jete Jete Ekla Pothe :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *