Featured Video Play Icon

Ei Banglar Matite | এই বাংলার মাটিতে

deshattobodhok gaan

এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।
এই আকাশ, নদী, পাহাড় আমার বড় প্রিয়।
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।

কোথায় বলো এতো স্বপন হাওয়াতে ভাসে
কোথায় বলো এতো গো ফুল বসন্তে হাসে
শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়।

এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।
আ আআ আ আ আআ আআ

বারো মাসে তেরো পাবন বলো কোথায় আছে
মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে
বারো মাসে তেরো পাবন বলো কোথায় আছে
মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে
কোথায় বলো এতো মায়া ধানের ক্ষেতে দোলে
কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে
কোথায় বলো এতো মায়া ধানের ক্ষেতে দোলে
কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে
কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয়।
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।
এই আকাশ, নদী, পাহাড় আমার বড় প্রিয়।
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।

Song: Ei Banglar Matite Mago Jonmo Amay Dio
Artist: Nirmala Mishra
Lyricist: Sri Joydeb Sen
Music Director: Sri Joydeb Sen
Video from YouTube for Ei Banglar Matite :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *