Featured Video Play Icon

Dosh Karo Noy Go Maa | দোষ কারো নয় গো মা

Shayamsangeet

দোষ কারো নয় গো মা
আমি স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা।
দোষ কারো নয় গো মা
দোষ কারো নয় গো মা।

আমার ধর্মাধর্ম হলো কুদন্ড স্বরূপ
উলু ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ।
ধর্মাধর্ম হলো কুদন্ড স্বরূপ
উলু ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ।
সে কূপে বেরিল কাল রূপ জল
কালো মনোরমা
মা।
দোষ কারো নয় গো মা।

আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী
দ্বিগুণ করেছে সগুণে
কিসে এ বারি নিবারি ভেবে দাশরথির
অনিবার বারি নয়নে
আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী।
আমার ছিল বাড়ি কক্ষে
ক্রমে এলো বক্ষে
জীবনে জীবন মা
কেমনে হয় রক্ষে।
আছি তোর অপিক্ষে দে মা মুক্তি ভিক্ষে
আছি তোর অপিক্ষে দে মা মুক্তি ভিক্ষে
কটাক্ষেতে করে পার
মা।

দোষ কারো নয় গো মা
আমি স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা।
দোষ কারো নয় গো মা
দোষ কারো নয় গো মা।

Song: Dosh Karo Noy Go Maa
Type: Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya
Lyricist : Dasharathi Ray
Composer : Chitto Roy (চিত্ত রায়)

Video From YouTube for Dosh Karo Noy Go Maa :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *