Featured Video Play Icon

Ma Tor Koto Rongo Dekhbo Bol | মা তোর কত রঙ্গ দেখবো বল

Shayamsangeet

মা তোর কত রঙ্গ দেখবো বল
মা তোর কত রঙ্গ দেখবো বল
আর কত কাল সইবো এ ছল।
মা তোর কত রঙ্গ দেখবো বল

কারে তুই দিস মা ফেলে
কারে আবার নিস মা তুলে।
কারে তুই দিস মা ফেলে
কারে আবার নিস মা তুলে।
এই ফেলা তোলার ভবের খেলা
সবই কি দয়ার ফল।
ফেলা তোলার ভবের খেলা
সবই কি দয়ার ফল।
মা তোর কত রঙ্গ দেখবো বল

কখন মা রূপ দেখি তোর
এলোকেশী সর্বনাশি
কখনো মা নয়নে তোর
কখনো মা নয়নে তোর
শাসন স্নেহের অমল হাসি।
জনমেতে তোরি কোলে
মরনেতেও নিস মা কোলে।
জনমেতে তোরি কোলে
মরনেতেও নিস মা কোলে।
মায়ের কোলে ঘুমায় ছেলে
এ শান্তি মা কোথায় বল।
মায়ের কোলে ঘুমায় ছেলে
এ শান্তি মা কোথায় বল।

মা তোর কত রঙ্গ দেখবো বল
আর কত কাল সইবো এ ছল।
মা তোর কত রঙ্গ দেখবো বল

Song: Ma Tor Koto Rongo Dekhbo Bol
Type: Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya
Composer: Prakash Kali Ghoshal
Lyricist: Surya Kumar Basu

Video from YouTube for Ma Tor Koto Rongo Dekhbo Bol:
https://youtu.be/K1U9LxAT5cQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *