Featured Video Play Icon

Ke Abar Bajay Banshi | কে আবার বাজায় বাঁশি

Atul Prasad Sen

কে আবার বাজায় বাঁশি এ ভাঙ্গা কুঞ্জবনে!
কে আবার বাজায় বাঁশি এ ভাঙ্গা কুঞ্জবনে!
হৃদি মোর উঠল কাঁপি, চরণের সেই রণনে।
কে আবার বাজায় বাঁশি এ ভাঙ্গা কুঞ্জবনে!

কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগল জোয়ার;
কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগল জোয়ার;
কে তুমি আনিলে জল, ধরি মোর দুই নয়নে?
কে আবার বাজায় বাঁশি এ ভাঙ্গা কুঞ্জবনে!

আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথবো মালা?
আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথবো মালা?
কেন এই নিঠুর খেলা খেলিলে আমার সনে?
কে আবার বাজায় বাঁশি এ ভাঙ্গা কুঞ্জবনে!

হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লও হে আসি-
হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লও হে আসি-
ঘরেতে পরবাসি থাকিতে আর পারি নে।
কে আবার বাজায় বাঁশি, এ ভাঙ্গা কুঞ্জবনে।

Song: Ke Abar Bajay Banshi
Artist: Suchitra Mitra
Lyricist: Atul Prasad Sen
Composer: Atul Prasad Sen
Raag: Pilu Baronya(পিলু বারোয়াঁ)

উল্লেখ্য :

সারাজীবন ধরে এলোপাথাড়ি সময়গুলো চুপিসাড়ে ক্ষয় ডেকে এনেছিল শরীরে। শেষ দিকে এক বার ডাক্তার বললেন, হাওয়াবদলে যেতে
ব্যাঙ্ক থেকে ওভারড্রাফ্ট নিলেন অতুল। গেলেন পুরী। পুরীতে তখন গাঁধীজিও ছিলেন। তাঁর ডাকে বাপুজির সঙ্গে দেখা করলেন। অনুরোধে গানও শোনালেন, ‘কে আবার বাজায় বাঁশি, এ ভাঙ্গা কুঞ্জবনে,’ হিন্দি তর্জমা করে। দিনটা ছিল এপ্রিলের ১৫, ১৯৩৪।
(আনন্দবাজার পত্রিকার Website থেকে)

Video from YouTube for Ke Abar Bajay Banshi :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *