Featured Video Play Icon

E Mon Amar Hariye Jay | এ মন আমার হারিয়ে যায়

Anurager Chhowa (1986) Asha Bhosle

এ মন আমার হারিয়ে যায় কোন খানে,
কেউ জানে না শুধু আমার মন জানে।
আজকে শুধু হারিয়ে যাবার দিন,
কেউ জানে না, কেউ জানে না মন জানে।
কেউ জানে না, কেউ জানে না মন জানে।
এ মন আমার হারিয়ে যায় কোন খানে,
কেউ জানে না শুধু আমার মন জানে।
আজকে শুধু হারিয়ে যাবার দিন,
কেউ জানে না, কেউ জানে না মন জানে।
কেউ জানে না, কেউ জানে না মন জানে।

আকাশ বলে, আয়রে ছুটে আয় ছুটে।
ফুল বলে, তুই আমার মধু নে লুটে।
হো আকাশ বলে, আয়রে ছুটে আয় ছুটে।
ফুল বলে, তুই আমার মধু নে লুটে।
মিষ্টি পাখির গান যায় যে ভরে প্রাণ
বাজে বাঁশি পাইন পাতায় ওই-
হাহ হাহাহা হাহ হাহাহা, হাহ হাহাহা হাহ হাহাহা
হাহ হাহাহা হাহ হাহাহা
কেউ জানেনা কোথায় আমার মন টানে,
কেউ জানেনা শুধু আমার মন জানে।
আজকে শুধু হারিয়ে যাবার দিন,
কেউ জানে না, কেউ জানে না মন জানে।
কেউ জানে না, কেউ জানে না মন জানে।

মেঘ বলে, ওই আমার সাথে চল ভেসে।
গান শুনে যা, ঝরনা যে ওই কয় হেসে।
হা মেঘ বলে, ওই আমার সাথে চল ভেসে।
গান শুনে যা, ঝরনা যে ওই কয় হেসে।
প্রাণে কিসের ঢেউ জানেনা তো কেউ
বুনো ফুলে জমেছে যে মৌ।
লাল লালালা লাল লালালা, লাল লালালা লাল লালালা
লাল লালালা লাল লালালা
নিষেধ বাঁধার বাঁধন কি আর মন মানে,
কেউ জানেনা শুধু আমার মন জানে।
আজকে শুধু হারিয়ে যাবার দিন,
কেউ জানে না, কেউ জানে না মন জানে।
কেউ জানে না, কেউ জানে না মন জানে।

এ মন আমার হারিয়ে যায় কোন খানে,
কেউ জানে না শুধু আমার মন জানে।
আজকে শুধু হারিয়ে যাবার দিন,
কেউ জানে না, কেউ জানে না মন জানে।
কেউ জানে না, কেউ জানে না মন জানে।
লা লালালা লা লালালা, লালালা
লা লালালা লা লালালা, লালালা
কেউ জানে না, কেউ জানে না মন জানে।
হু হুহুহু হু হুহুহু হুহুহু।

Song: E mon amar hariye jay
Artist: Asha Bhosle
Movie: Anurager Chhowa (1986)
Music Director: Ajoy Das
Lyricist: Gauriprasanna Mazumder
Star Casting: Tapas Pal, Mahua Roychowdhury, Anup Kumar, Ruma Guhathakurta
Director: Jahar Biswas

Video from YouTube for E mon amar hariye jay :
https://www.youtube.com/watch?v=qpfesq8KSB4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *