না এখনি নয় এখনি নয়
যাবে যদি যেও কিছু পরে।
যেতে মন চায় নাতো
তবুও যাই যাই করে।
বেশী তো হয়নি রাত যেও না।
এখনি না না এখনি না
যাবে যদি যেও কিছু পরে।
প্রথম রাতের ফুল এখনো ঝরেনি ,
মেঘের আড়ালে চাঁদ ডাকা তো পড়েনি।
বেশী তো হয়নি রাত যেও না।
এখনি না না এখনি না
যাবে যদি যেও কিছু পরে।
আ আ আ
অনেক কথাই হায় বলা তো হল না।
ফুরাতে এই রাত বিদায় বল না।
বেশী তো হয়নি রাত যেও না।
এখনি না না এখনি না
যাবে যদি যেও কিছু পরে।
না এখনি না
যাবে যদি যেও কিছু পরে।
Song: Na ekhoni noi
Artist: Asha Bhosle
Lyricist: Gauriprasanna Mazumder
Composer: R. D. Burman
Video from YouTube for Na ekhoni noi :
https://www.youtube.com/watch?v=TFkFclX133Y