রাত এখনও অনেক বাকি।
কিছু তারা জেগে আছে তারি পানে এসো চেয়ে থাকি।
রাত এখনও অনেক বাকি।
কথার পাহাড় ভেঙ্গে ভেঙ্গে ক্লান্ত হয়ে গেছি থেমে।
এসো মন দিয়ে মন ছুঁয়ে রাখি।
রাত এখনও অনেক বাকি।
ভাবনার তরী আজ স্রোতের টানে,
কোথায় গিয়েছি ভেসে সে শুধু জানি।
আলোর ঠিকানা মন যে নিয়ে
যে পাখি আঁধার গেছে পেরিয়ে
চোখে আজ শুধু তারি ছবি আঁকি।
রাত এখনও অনেক বাকি।
কিছু তারা জেগে আছে তারি পানে এসো চেয়ে থাকি।
রাত এখনও অনেক বাকি।
Song: Raat Ekhono Anek Baki
Artist: Asha Bhosle
Movie: Jiban Saikate (1972)
Director: Swadesh Sarkar
Lyricist and Composer: Sudhin Dasgupta
Star Casting: Soumitra Chatterjee, Aparna Sen, Dilip Roy
Video from YouTube for Raat Ekhono Anek Baki :