বউ কথা কও, বউ কথা কও
ডাকিস কেন ওরে পাখি।
বউ কথা কও, বউ কথা কও
ডাকিস কেন ওরে পাখি।
ডালে ডালে উড়ে ঘুরে ঘুরে যে,
বউকে খুঁজে পেলি নাকি।
বউ কথা কও, বউ কথা কও
ডাকিস কেন ওরে পাখি।
ডালে ডালে উড়ে ঘুরে ঘুরে যে,
বউকে খুঁজে পেলি নাকি।
বউ কথা কও, বউ কথা কও
ডাকিস কেন ওরে পাখি।
ও সাথী কি এমনি পাওয়া যায়,
পেলে যে ধরে রাখা দায়।
কেউ তো সাথে থেকে যাবে,
কেউ বা দিয়ে যাবে ফাঁকি।
ও সাথী কি এমনি পাওয়া যায়,
পেলে যে ধরে রাখা দায়।
কেউ তো সাথে থেকে যাবে,
কেউ বা দিয়ে যাবে ফাঁকি।
বউ কথা কও, বউ কথা কও
ডাকিস কেন ওরে পাখি।
ডালে ডালে উড়ে ঘুরে ঘুরে যে,
বউকে খুঁজে পেলি নাকি।
বউ কথা কও, বউ কথা কও
ডাকিস কেন ওরে পাখি।
বউ যে তোকে ভালোবাসে,
সময় না হলে কি আসে?
সাথী এলে সাথে নিয়ে
করিস তখন ডাকাডাকি।
বউ যে তোকে ভালোবাসে,
সময় না হলে কি আসে?
সাথী এলে সাথে নিয়ে
করিস তখন ডাকাডাকি।
বউ কথা কও, বউ কথা কও
ডাকিস কেন ওরে পাখি।
ডালে ডালে উড়ে ঘুরে ঘুরে যে,
বউকে খুঁজে পেলি নাকি।
বউ কথা কও, বউ কথা কও
ডাকিস কেন ওরে পাখি।
বউ কথা কও, বউ কথা কও
ডাকিস কেন ওরে পাখি।
Song: Bou Kotha Kao
Artist: sha Bhosle
Lyricist: Swapan Chakraborty
Video from YouTube for Bou Kotha Kao :
https://www.youtube.com/watch?v=Q2LzHZ6t4Zk