Featured Video Play Icon

Nach Mayuri Nach Re | নাচ ময়ুরী নাচ রে

Asha Bhosle

নাচ ময়ুরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচরে ।
ঐ এলো আকাশ ছেয়ে ও বর্ষা রাণী সাজ রে ।
নাচ ময়ুরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচরে ।
ঐ এলো আকাশ ছেয়ে ও বর্ষা রাণী সাজ রে ।

উঠলো আঁচলো মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাসে ।
উঠলো আঁচলো মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাসে ।
বাজলো মাদল শোন ময়ুরী, সুর যেন তার ভাসে ।
আজ কেন এ সাজ, কেন চোখে কেন এ লাজ রে ।
নাচ ময়ুরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচরে ।
ঐ এলো আকাশ ছেয়ে ও বর্ষা রাণী সাজ রে ।

ঐতো বাতাসে সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায় ।
ঐতো বাতাসে সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায় ।

কার তরে ও মন বিবাগী কোন যে ব্যাথা অন্তরে,
কার তরে ও মন বিবাগী কোন যে ব্যাথা অন্তরে,
ফুল হয়ে যে উঠলো ফুটে ভুল হয়ে কি যায় ঝরে?
কোন আলোকে হারালো, এই দিন হলো – তাই সাজ রে ।
নাচ ময়ুরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচরে ।
ঐ এলো আকাশ ছেয়ে ও বর্ষা রাণী সাজ রে ।
নাচ ময়ুরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচরে ।

Song: Nach Mayuri Nach Re
Singer: Asha Bhosle

Video from YouTube for Nach Mayuri Nach Re :

https://www.youtube.com/watch?v=mpyMDTwXZsw

1 thought on “Nach Mayuri Nach Re | নাচ ময়ুরী নাচ রে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *