Featured Video Play Icon

Ami Dur Hote | আমি দূর হতে

Hemanta Kumar Mukhopadhyay

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি
বাজে কিনিকিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ঐ রুপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।

কস্তুরি মৃগ তুমি যেন কস্তুরি মৃগ তুমি
আপন গন্ধ ঢেলে এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি
ঐ কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সদ্য।
ঐ কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সদ্য।
আমি ভ্রমরে গুঞ্জনে তোমারেই ডেকেছি

দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
বাজে কিনিকিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।

Song: Ami Dur Hote
Singer: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauri Prasanna Mazumder
Music Director: Hemanta Mukhopadhyay

Video from YouTube for Ami Dur Hote:
https://www.youtube.com/watch?v=3WWH4XAWgzI&feature=youtu.be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *