আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান।
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান।
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান।
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান।
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান।
কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্নসৃজন,
কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্নসৃজন,
স্বর্গের পরী হবে সহচরী,
দেবতা করিবে হৃদয়দান।
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান।
সন্ধ্যার মেঘে করিবো দুকূল,
ইন্দ্রধনুরে চন্দ্রহার।
তারায় করিবো কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার।
সন্ধ্যার মেঘে করিবো দুকূল,
ইন্দ্রধনুরে চন্দ্রহার।
তারায় করিবো কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার।
বাষ্পের সনে আকাশে উঠিব
বৃষ্টির সনে ধরায় লুটিব।
বাষ্পের সনে আকাশে উঠিব
বৃষ্টির সনে ধরায় লুটিব।
সিন্ধুর সনে সাগরে ছুটিব
ঝঞ্ঝার সনে গাহিব গান।
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান।
Song: Moloyo Batashe
Artist: Sandhya Mukherjee
Lyrics: Dwijendralal Ray
Vedio from YouTube for Moloyo Batashe: