মধু মালতী ডাকে আয়
ফুল ফাগুনের এ খেলায়
মধু মালতী ডাকে আয়
মধু মালতী ডাকে আয়
ফুল ফাগুনের এ খেলায়
যুথী কামিনী কত কথা
যুথী কামিনী কত কথা
গোপনে বলে মলয়ায়
মধু মালতী ডাকে আয়
চাঁপাবনের অলির সনে আজ
লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে
কি মাধুরী গো কি মাধুরী
মন চাহে যে ধরা দিতে
মন চাহে যে ধরা দিতে
তবু সে লাজে সরে যায়
মধু মালতী ডাকে আয়
মালা হয়ে প্রাণে মম
কে জড়ালো কে জড়ালো
ফুলরেণু মধু বায়ে
কে ঝরালো গো কে ঝরালো
জানি জানি কে মোর হিয়া
জানি জানি কে মোর হিয়া
রাঙালো রাঙা কামনায়
মধু মালতী ডাকে আয়
ফুল ফাগুনের এ খেলায়
মধু মালতী ডাকে আয়
Song: Madhumaloti Dake Aye
Movie: Harjit
Artist: Sandhya Mukherjee
Music Director: Robin Chatterjee
Lyricist: Pronab Roy
Video from YouTube for Madhumaloti Dake Aye :
https://www.youtube.com/watch?v=FvspAIXgKDw