Featured Video Play Icon

Madhumaloti Dake Aye | মধু মালতী ডাকে আয়

Sandhya Mukherjee

মধু মালতী ডাকে আয়
ফুল ফাগুনের এ খেলায়
মধু মালতী ডাকে আয়
মধু মালতী ডাকে আয়
ফুল ফাগুনের এ খেলায়
যুথী কামিনী কত​ কথা
যুথী কামিনী কত​ কথা
গোপনে বলে মল​য়ায়
মধু মালতী ডাকে আয়

চাঁপাবনের অলির সনে আজ
লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে
কি মাধুরী গো কি মাধুরী
মন চাহে যে ধরা দিতে
মন চাহে যে ধরা দিতে
তবু সে লাজে সরে যায়
মধু মালতী ডাকে আয়

মালা হ​য়ে প্রাণে মম
কে জ​ড়ালো কে জ​ড়ালো
ফুলরেণু মধু বায়ে
কে ঝরালো গো কে ঝ​রালো
জানি জানি কে মোর হিয়া
জানি জানি কে মোর হিয়া
রাঙালো রাঙা কামনায়
মধু মালতী ডাকে আয়
ফুল ফাগুনের এ খেলায়
মধু মালতী ডাকে আয়

Song: Madhumaloti Dake Aye
Movie: Harjit
Artist: Sandhya Mukherjee
Music Director: Robin Chatterjee
Lyricist: Pronab Roy

Video from YouTube for Madhumaloti Dake Aye :
https://www.youtube.com/watch?v=FvspAIXgKDw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *