বাজল তোমার আলোর বেণু, মাতল যে ভুবন,
বাজল তোমার আলোর বেণু।
আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন
বাজল বাজল বাজল তোমার আলোর বেণু।
অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে,
সেই আনন্দযজ্ঞে সবার মধুর আমন্ত্রণ।
মাতল যে ভুবন
বাজল তোমার আলোর বেণু।
আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের লীলায়,
আজ শরতের আকাশবীণা, গানের মালা বিলায়
তোমায় হারা জীবন মম, তোমারই আলোয় নিরূপম
ভোরের পাখী উঠে গাহি তোমারই বন্দন।
মাতল যে ভুবন
বাজল তোমার আলোর বেণু।
Song: Bajlo tomar alor benu
Artist: Supriti Ghosh
Lyricist: Bani Kumar
Composer: Pankaj Kumar Mullick
Type: Sarodia
Video from YouTube for Bajlo tomar alor benu:
https://youtu.be/TokW9BWpb2c