Featured Video Play Icon

Nil Nil Akashe | নীল নীল আকাশে

Ashrita (1990) Kishore Kumar

নীল নীল আকাশে, চাঁদ ওই যখন আসে
ভালোবাসা ছড়িয়ে, মন আমার ভরিয়ে।
এমন কেউ সাথী কই, এমন কেউ কাছে কই,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়।
নীল নীল আকাশে, চাঁদ ওই যখন আসে
ভালোবাসা ছড়িয়ে, মন আমার ভরিয়ে।
এমন কেউ সাথী কই, এমন কেউ কাছে কই,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়।
নীল নীল আকাশে-
লাল লাল লাল লাল লালা লালা

ও হো উঁচু উঁচু পর্বত
যেমন চায় ছুঁতে আকাশকে
তৃষ্ণার্ত এই নদী,
যেমন চায় পেতে সাগরকে।
উঁচু উঁচু পর্বত
যেমন চায় ছুঁতে আকাশকে
তৃষ্ণার্ত এই নদী,
যেমন চায় পেতে সাগরকে।
প্রেম-ডোরে বাঁধবো যারে,
ভালোবাসা দিয়ে তারে
মন আমার চায় যাকে,
কোথায় আমি খুঁজি তাকে।
এমন কেউ সাথী কই, এমন কেউ কাছে কই,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়।
নীল নীল আকাশে
লাল লাল লাল লাল লালা লালা

ও হো ঝাঁকে ঝাঁকে স্বপ্ন
ফের নামছে নীড় আজ খুঁজতে।
দিশাহারা মন যে, চায়না কিছুই বুঝতে।
ঝাঁকে ঝাঁকে স্বপ্ন
ফের নামছে নীড় আজ খুঁজতে।
দিশাহারা মন যে, চায়না কিছুই বুঝতে।
প্রেম যে বন্যা তা, মন তো জানতো না
কে আমার মন কে আজ,
এসে তাই ছুঁয়ে যায়।
এমন কেউ সাথী কই, এমন কেউ কাছে কই,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়।
নীল নীল আকাশে
লাল লাল লাল লাল লালা লালা

ও হো ঝির ঝির করে শ্রাবন
আজ খুশির বান চালিয়ে।
সাত রঙের এই বর্ষাতে
প্রাণ আমার যায় জ্বালিয়ে।
ঝির ঝির করে শ্রাবন
আজ খুশির বান চালিয়ে।
সাত রঙের এই বর্ষাতে
প্রাণ আমার যায় জ্বালিয়ে।
প্রেম সাগরে নাইবো, ডুব দিয়েই মরবো
কিছু তো চায় না সে, স্বর্গ পেয়েছে যে।
এমন কেউ সাথী কই, এমন কেউ কাছে কই,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়।
নীল নীল আকাশে, চাঁদ ওই যখন আসে
ভালোবাসা ছড়িয়ে, মন আমার ভরিয়ে
এমন কেউ সাথী কই, এমন কেউ কাছে কই
তৃষ্ণা মনের মিটিয়ে যায়।
নীল নীল আকাশে, লা লা লালা

Song: Nil Nil Akashe
Artists: Kishore Kumar
Movie: Ashrita (1990)
Director: Chandra Barot
Music: Hridaynath Mangeshkar
Lyricist: Mithu Mukherjee
Star Casting: Manjula Das, Kanwaljit Singh, Mithu Mukherjee,

Video from YouTube for Nil Nil Akashe:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *