তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজার করে
সে কি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি চাও বাউল বাতাস কিম্বা হঠাৎ সর্বনাশা আগুন খেলা
শান্ত আকাশে তখন সাঁঝের বেলা
তুমি চাও বাউল বাতাস কিম্বা হঠাৎ সর্বনাশা আগুন খেলা
শান্ত আকাশে তখন সাঁঝের বেলা
এমনি তোমার ইচ্ছে চলা যায় ভেসে যায় পাগলপারা
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
যদি ধরো জেতার বাজি আমি হেরেই যেতেই রাজি
যদি ধরো জেতার বাজি আমি হেরেই যেতেই রাজি
কখন কি শুন্য মন অরণ্যকোণে হওনি নিজের মুখমুখি
ভালবাসার আঁধার তোমায় পোড়ায়নি কি
কখন কি শুন্য মন অরণ্যকোণে হওনি নিজের মুখমুখি
ভালবাসার আঁধার তোমায় পোড়ায়নি কি
সে আঁধারে তুমি কি আমার অহংকারের পাওনি সাড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজার করে
সে কি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
Song: Tomar Kache Fagun Cheyeche
Artist: Subhamita Banerjee
Video from YouTube for Tomar Kache Fagun Cheyeche