মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তোর মানছে না রে
এবার ভালোবাসতে আয়।
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালোবাসতে আয়।
তোর ছায়ার সঙ্গী হব
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়।
আমি যেতে পারি হেসেই পেরতে পারি
অনেক অনেক অতল,
তোর কথা ওঠে আমার কপালে জোটে
দারুণ খুশির দল।
কে তুই বল, কে তুই বল,
কে তুই বল, কে তুই বল-
উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
উড়তে বসে তুই তাকালে
মনেরই শহর।
একটু দুরে ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কত
রঙ্গিন বাহানায়।
যদি মনে ধরে আমায় সঙ্গী করে
মেঘের মুলুকে চল।
তোর কথা উঠে আমার কপালে জোটে
দারুণ খুশির দল।
কে তুই বল, কে তুই বল,
কে তুই বল, কে তুই বল-
তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জাতে তোর
নেমেছে চিবুক।
কল্পনাদের আশকারা দিই
ইচ্ছে গাছে জল।
অল্প আলো অল্প ছায়া
গল্প আমায় বল।
আমি যেতে পারি হেসেই পেরুতে পারি
অনেক অনেক অতল
তোর কথা উঠে আমার কপালে জোটে
দারুণ খুশির দল।
কে তুই বল, কে তুই বল,
কে তুই বল, কে তুই বল-
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তোর মানছে না রে
এবার ভালোবাসতে আয়।
তোর ছায়ার সঙ্গী হব
দুহাতে প্রেম কুড়োবো
আমকে চুপটি করে
মনের কথা বলতে আয়।
আমি যেতে পারি হেসেই পেরতে পারি
অনেক অনেক অতল
তোর কথা উঠে আমার কপালে জোটে
দারুণ খুশির দল।
কে তুই বল, কে তুই বল
কে তুই বল, কে তুই বল
কে তুই বল, কে তুই বল
কে তুই বল, কে তুই বল-
Song: Ke Tui Bol
Artist: Arijit Singh
Movie: Herogiri (2015)
Director: Ravi Kinagi
Lyrics: Prasen
Music: Jeet Gannguli
Star Casting: Dev, Koel Mallick, Mithun Chakraborty & Sayantika Banerjee
Choreographer: Baba Yadav
Video from YouTube for ke tui bol :