Featured Video Play Icon

Lal Paharer Deshe Ja | লাল পাহাড়ের দেশে যা

Folk Song

লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে

লাল পাহাড়ের দেশে যাবি
হাড়িয়া আর মাদল পাবি
লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে

নদীর ধারে শিমুল গাছ
নদীর ধারে শিমুল গাছ
নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা
আরে নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা
কাল সকালে ফুটিবে ফুল
কাল সকালে ফুটিবে ফুল
মনে কতো আশা রে মনে কতো আশা
আরে মনে কতো আশা রে মনে কতো আশা
সেথা যাবি প্রাণ জুড়াবি
মাইয়া মরদের আদর পাবি
সেথা যাবি প্রাণ জুড়াবি
মাইয়া মরদের আদর পাবি
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে

ও লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে

ভাদর আশ্বিন মাসে ভাদর আশ্বিন মাসে
ভাদু পুজার ঘটা রে
ভাদু পুজার ঘটা
আরে ভাদু পুজার ঘটা রে
ভাদু পুজার ঘটা
তু আমায় ভালবেসে পালিয়ে গেলি
তু আমায় ভালবেসে পালিয়ে গেলি
কেমন বাপের বেটা রে
কেমন বাপের বেটা
আরে কেমন বাপের বেটা রে
কেমন বাপের বেটা
মরবি তো মরে যা
একেবারে মরে যা
মরবি তো মরে যা
একেবারে মরে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে

ও লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে

লাল পাহাড়ের দেশে যাবি
হাড়িয়া আর মাদল পাবি
লাল পাহাড়ের দেশে যাবি
হাড়িয়া আর মাদল পাবি
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে
তু লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে

Song: Lal Paharer Deshe Ja
Type: Pollligiti

Video from YouTube for Lal Paharer Deshe Ja :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *