Featured Video Play Icon

Hastir Konya | হস্তির কন্যা

Folk Song

হস্তির কন্যা হস্তির কন্যা
বাহনের মারি
মাথায় নিয়া তাম কলসী ও
সখী হাতে সোনার ঝারি
সখী ও
ও মোর হায় হস্তির কন্যা রে
খানিক দ​য়া নাই মাহুত তোর লাগিয়া রে

আরে বালু টিলটিল পঙ্খী কান্দে
বালুতে পড়িয়া
আর গৌরিপুরিয়া মাহুত কান্দে ও
সখী ঘরবাড়ি ছাড়িয়া
সখী ও
ও মোর কান্দল হাতির মাহুত রে
নারীর মন মোর কাঁদিয়া র​য় রে
ও মোর হায় হস্তির কন্যা রে
খানিক দ​য়া নাই মাহুত তোর লাগিয়া রে

আরে আকাশেতে নাই রে চন্দ্র তারা কেমন জ্বলে
আর যে নারীর পুরুষ নাই ও
তার রূপে কি কাম করে সখী ও
ও মোর সারিনহাটির মাহুত রে
যে দিন মাহুত শিকার যায়
নারীর মন মোর কাঁদিয়া র​য় রে
খানিক দ​য়া নাই মাহুত তোর লাগিয়া রে

আরে আইঅক ছাড়িলাম বাইঅক ছাড়িলাম
ছাড়িলাম সোনার খুরি
আর বিয়া করিয়া ছাড়িয়া আসিলাম ও
সখী অল্প ব​য়সের নারী সখী ও
ও মোর সারিনহাটির মাহুত রে
যে দিন মাহুত শিকার যায়
নারীর মন মোর কাঁদিয়া র​য় রে
খানিক দ​য়া নাই মাহুত তোর লাগিয়া রে

আর পুকুরেতে নাইরে পানি
নৌকা কেমন চলে
আর যে নারীর পুরুষ নাই ও
তার রূপে কি কাম করে সখী ও
ও মোর সারিনহাটির মাহুত রে
যে দিন মাহুত শিকার যায়
নারীর মন মোর কাঁদিয়া র​য় রে
খানিক দ​য়া নাই মাহুত তোর লাগিয়া রে

Song: Hastir Konya
Type: (Goyalparia lokogiti) Folk song, ভাওয়াইয়া
Artist: Pratima Barua Pandey

Video from YouTube for Hastir Konya:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *