Featured Video Play Icon

Keu Bole Falgun | কেউ বলে ফাল্গুন

Jatileswar Mukhopadhyay

কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস,
আমি বলি আমার সর্বনাশ।
কেউ বলে দখিনা, কেউ বলে মাতাল বাতাস,
আমি বলি আমার দীর্ঘশ্বাস।

কেউ বলে নদী কেউ তটিনী,
কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী।
কেউ বলে নদী কেউ তটিনী,
কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী।
আমি তো তাকে কোনো নামে ডাকিনি–
সে যে, আমার চোখেই জলোচ্ছ্বাস।
কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস,
আমি বলি আমার সর্বনাশ।

জোনাকির নাম নাকি আঁধার মানিক,
আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্‌।
জোনাকির নাম নাকি আঁধার মানিক,
আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্‌।
খর বৈশাখে প্রথম যেদিন,
মেঘের মিছিলে ঐ আকাশ রঙিন,
তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ
আমি শুনি ঝড়ের পূর্বাভাস।

কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস,
আমি বলি আমার সর্বনাশ।
কেউ বলে দখিনা, কেউ বলে মাতাল বাতাস,
আমি বলি আমার দীর্ঘশ্বাস।

Song: Keu Bole Falgun
Artist: Jatileswar Mukhopadhyay
Lyricist and Composer: Jatileswar Mukhopadhyay

Video from YouTube for Keu Bole Falgun:
https://www.youtube.com/watch?v=sJd1j9mEaHE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *