সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে।
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে।
ঝনক ঝংকারে, উড়ায় শঙ্কারে
খুলেছে দুয়ার
দেরি নাহি আর
এসো হে স্বয়ম্বর, এসো,এসো
সুন্দর এসো হে।
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে।
যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো
যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো
যে রূপে ললাট সখী সিন্দুরে সাজালো, সিন্দুরে-
সে রূপ নিয়ে
আআআআ
সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর
সুন্দর, এসো, এসো হে।
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে।
আআআআ
যে পথে সকাল সাঁঝে ফুলেরও সুবাস
যে পথে সকাল সাঁঝে ফুলেরও সুবাস
যে পথে বিরহ মিছিল
তিমিরেই, তিমিরেই অবকাশ।
সে পথ হয়ে
ওওও
সে পথ হয়ে
এসো হে মনোহর
সুন্দর,এসো সুন্দর, এসো হে।
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে।
Song: Somarohe Eso He
Movie: Ek Je Chhilo Raja (2018)
Director: Srijit Mukherji
Artist: Shreya Ghoshal, Ishan Mitra
Music Director: Indraadip Das Gupta
Lyricist: Srijato Bandyopadhyay
Star Casting: Jisshu Sengupta, Jaya Ahsan, Aparna Sen, Anjan Dutt, Anirban Bhattacharya, Rudranil Ghosh, Rajnandini Paul, Barun Chanda
Video from YouTube for Somarohe Eso He: