একটা মন হাঁটিহাঁটি পায়
আঁকাবাঁকা রেলগাড়ি
মেঘ এসে চোখে দিল রঙ
হাতে দিল ডাকটিকিট।
বৃষ্টি মেশে ড্রয়িং খাতায়
ফুল ফল লতায় পাতায়।
হয়তো সেই দেশে
বন্ধু থাকে নাম না জানা
তারি খোঁজে মেলেছি ডানা।
বন্ধু থাকে নাম না জানা
তারি খোঁজে মেলেছি ডানা।
গান বেঁধেছে দিন
হাসি খুশী টগবগিয়ে টয়ট্রেনে
হাত মেখেছে রঙ
জানলা জোড়া বন সবুজ কুচকাওয়াজ ।
একটু ছুটে প্যারাস্যুটে হাওয়া খেল ডিগবাজি
উলটো হাওয়া রঙিন ছাতায়।
একটা ছুটি বাধলো জুটি ভ্যানিশ হলো প্ল্যান
সাদা ধোয়া স্বপ্ন পাঠাই।
হয়তো সেই দেশে
বন্ধু থাকে নাম না জানা
তারি খোঁজে মেলেছি ডানা।
একটি ট্রেন ইতি উতি চায়
জানালা খোলে গল্পেরা।
আনমনা সোনার পাহাড় কুয়াশাও মনমরা
একটু দূরে শীতকাতুরে ভোর
কমলা রোদের স্টেশন।
হয়তো সেই দেশে
বন্ধু থাকে নাম না জানা
তারি খোঁজে এঁকেছি ডানা।
হয়তো সেই দেশে
বন্ধু থাকে নাম না জানা
তারি খোঁজে মেলেছি ডানা।
Song: Ekta Mon
Artist: Anupam Roy
Movie: Sonar Pahar (2018)
Director: Parambrata Chattopadhyay
Music: Neel Dutt
Lyricist: Anindya Chatterjee
Cast: Tanuja Mukerji, Srijato Banerjee, Parambrata Chattopadhyay, Soumitra Chattopadhyay, Lama, Jisshu U Sengupta & Arunima Ghosh
Video from YouTube for Ekta Mon: