মিথ্যে কথা এতো বোলো না,
রাত্রি জাগা এতো ভালো না।
মিথ্যে কথা এতো বোলো না,
রাত্রি জাগা এতো ভালো না।
জেগে যখন তবে এসো তাড়াতাড়ি
ঝড় উঠেছে আকাশে।
শন শন শন শন শন শন হওয়াতে
মন মন মন মন মন মন ওড়ে
জীবন বন বন বন বন বন
ঘোরে সারাক্ষন।
শন শন শন শন শন শন হওয়াতে
মন মন মন মন মন মন ওড়ে
জীবন বন বন বন বন বন
ঘোরে সারাক্ষন।
একটা দুটো ভাঙলো না হয়
কাঁচের বাড়ি কাঁচের দুঃখ বিলাস।
দমকা হাওয়ায় উড়লো না হয়
আঁচল খসে গেলে একটু জেলাস
আদ্দিকালের যত বাহানা,
ওসব এখন আর চলেনা।
আরে আদ্দিকালের যত বাহানা
ওসব এখন আর চলেনা।
জেগে যখন তবে এসো তাড়াতাড়ি
ঝড় উঠেছে আকাশে।
শন শন শন শন শন শন হওয়াতে
মন মন মন মন মন মন ওড়ে
জীবন বন বন বন বন বন
ঘোরে সারাক্ষন।
শন শন শন শন শন শন হওয়াতে
মন মন মন মন মন মন ওড়ে
জীবন বন বন বন বন বন
ঘোরে সারাক্ষন।
এমন করে বোলছো যেন
কাজ শুধু একা তোমারি আছে,
আমরা সবাই বেকার বোধহয়
ঝড় দেখি দাঁড়িয়ে জানলার কাছে।
আদ্দিকালের যত বাহানা,
ওসব এখন আর চলেনা।
তাই মিথ্যে কথা এতো বোলো না
রাত্তির জাগা এতো ভালো না
জেগে যখন তবে এসো তাড়াতাড়ি
ঝড় উঠেছে আকাশে।
শন শন শন শন শন শন হওয়াতে
মন মন মন মন মন মন ওড়ে
জীবন বন বন বন বন বন
ঘোরে সারাক্ষন।
শন শন শন শন শন শন হওয়াতে
মন মন মন মন মন মন ওড়ে
জীবন বন বন বন বন বন
ঘোরে সারাক্ষন।
Song: Mithye kotha
Lyrics, Music, Vocals : Anupam Roy
Music Label : SVF Music
Video from YouTube for Mithye kotha :