এত রোদ্দুর তুই এনে দিলি তাই
তোর বৃষ্টি, আমি একটু পেতে চাই।
এত রোদ্দুর তুই এনে দিলি তাই
তোর বৃষ্টি, আমি একটু পেতে চাই।
মেঘলা হয়ে যাক আরও পাঁচটা বারো মাস
কোনো বিকেল বেলাতে,
তুই আমার হয়ে যাস।
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই-
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই-
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই-
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই।
মন, তোর অলিতে-গলিতে ঘোরে
আর কুড়োয় অভিমান।
এই মন, তোর আকাশে বাতাসে খেলে
গায় ঘুম পাড়ানোর গান।
মন, তোর অলিতে-গলিতে ঘোরে
আর কুড়োয় অভিমান।
এই মন, তোর আকাশে বাতাসে খেলে
গায় ঘুম পাড়ানোর গান।
মেঘলা হয়ে যাক আরও পাঁচটা বারো মাস
কোনো বিকেল বেলাতে,
তুই আমার হয়ে যাস।
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই-
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই-
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই-
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই।
Song: Shudhu tui
Singer : Raj Barman & Trissha Chatterjee
Lyricist : Prasen
Music Director : Amlaan
Film : Villain (2018)
Director : Baba Yadav
Starring : Ankush Hazra, Mimi Chakraborty
Music Directors : Amlaan, JAM8, Dev Sen
Music Label : SVF Music
Video from YouTube for Shudhu tui: