Featured Video Play Icon

Gul Bagichar Bulbuli Ami | গুল–বাগিচার বুলবুলি আমি

Nazrul Geeti

গুল–বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল, হায়।
অনুরাগের লাল শারাব মোর আঁখি ঝলে ঝলমল, হায়।

আমার গানের মদির ছোঁয়ায়
গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়,
সে গান শুনে প্রেমে–দীওয়ানা কবির আঁখি ছলছল, হায়।
সে গান শুনে প্রেমে–দীওয়ানা কবির আঁখি ছলছল, হায়।
গুল–বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল, হায়।
গুল–বাগিচার-

লাল শিরাজীর গেলাস হাতে তন্বী সাকি পড়ে ঢুলে,
আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে।
লাল শিরাজীর গেলাস হাতে তন্বী সাকি পড়ে ঢুলে,
আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে।
ফুটে ওঠে আনারকলি নাচে ভ্রমর রং–পাগল, হায়।
ফুটে ওঠে আনারকলি নাচে ভ্রমর রং–পাগল, হায়।
গুল–বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল, হায়।
গুল–বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল, হায়।
গুল–বাগিচার-

Song: Gul Bagichar Bulbuli Ami
Artist: Anjali Mukhopadhyay
Type: Nazrulgeeti
Taal: Launi (লাউনি)
Raga: Sindhu-kafi (সিন্ধু–কাফি)

Video from YouTube for Gul Bagichar Bulbuli Ami :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *