Featured Video Play Icon

Astotoro soto naam | শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম

Bangla Lyrics

জয় জয় গোবিন্দ গোপাল গদাধর
কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর।
জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী
শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারী।
হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে
বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।
দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে
না ভজিনু রাধাকৃষ্ণ চরনার বৃন্দে।
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন
মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন।
ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পরে
কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে।
যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে
মথুরাতে দেবগন পুষ্পবৃষ্টি করে।
বসুদেব রাখিয়া আইলেন নন্দের মন্দিরে
নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বারে।
শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন
যশোদা রাখিল নাম যদু বাছাধন।
উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল
ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।
সুবল রাখিল নাম ঠাকুর কানাই
শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।
ননিচোরা নাম রাখে যতেক গোপিনী
কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী।
কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি
চন্দ্রাবলী নাম রাখে মোহন-বংশীধারি।
অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া
কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া।
কন্নমুনি নাম রাখে দেব-চক্রপানি
বনমালী নাম রাখে বনের হরিণী।
গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন
অজামিল নাম রাখে দেব নারায়ণ।
পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ
দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু।
সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন
ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।
দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর
পশুপতি নাম রাখে গরুর মহাবীর।
যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর
বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর।
বাসুকি রাখিল নাম দেব সৃষ্টিস্থিতি
ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।
নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন
ভীষ্মদেব নাম রাখেন লক্ষী নারায়ণ।
সত্যভামা নাম রাখে সত্যের সারথি
জাম্বুবতি নাম রাখে দেব যোদ্ধাপতি।
বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার
অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।
ভৃগুমুনি নাম রাখে জগতের হরি
পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারী।
কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী
প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।
বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর
বিশ্বাবসু নাম রাখে নব জলধর।
সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারি
প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।
অদিতি রাখিল নাম অরাতি-সুদন
গদাধর নাম রাখে যমল অর্জুন।
মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল
দয়ানিধি নাম রাখে দারিদ্র সকল।
বৃন্দাবনচন্দ্র নাম রাখে বৃন্দাদূতী
বিরজা রাখিল নাম যমুনার পতি।
বানিপতি নাম রাখে গুরু বৃহস্পতি
লক্ষীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।
সন্দিপনি নাম রাখে দেব অন্তর্যামী
পরাস্বর নাম রাখে ত্রিলোকের স্বামী।
পদ্মযোনি নাম রাখে অনাদির আদি
নট-নারায়ণ নাম রাখে সম্পতি।
হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম
ললিতা রাখিল নাম দূর্বাদল শ্যাম।
বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন
সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন।
আয়ান রাখিল নাম ক্রোধ নিবারন
চন্ডাকেশী নাম রাখে কৃতান্ত শাসন।
জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমনি
গোপীকান্ত নাম রাখে সুদাম-ঘরনী।
ভক্তগন নাম রাখে দেব জগন্নাথ
দুর্বাসা রাখিল নাম অনাথের নাথ।
রাসেস্বর নাম রাখে যতেক মালিনী
সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।
উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারি
অক্রর রাখিল নাম ভব ভয়হারি।
গুঞ্জমালি নাম রাখে নীল-পীতবাস
সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস।
অষ্টসখি নাম রাখে ব্রজের ঈশ্বর
সুরলোকে নাম রাখে অখিলের সার।
বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর
স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎপর।
পুলন রাখিল নাম অনাথের সখা
রসসিন্ধু নাম রাখে সখি চিত্রলেখা।
চিত্রলোক নাম রাখে অরাতি দমন
পুলস্ত রাখিল নাম নয়ন-রঞ্জন।
কাশ্যপ রাখিল নাম রাস রাশেস্বর
ভান্ডারিক নাম রাখে পুর্ণ শশধর।
সুমালি রাখিল নাম পুরুষ প্রধান
পুরঞ্জন নাম রাখে ভক্তগন-প্রাণ।
রজকিনী নাম রাখে নন্দের দুলাল
আহ্লাদিনি নাম রাখে ব্রজের গোপাল।
দেবকী রাখিল নাম নয়নের মনি
জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি।
অত্রিমুনি নাম রাখে কটি চন্দ্রেশ্বর
গৌতম রাখিল নাম দেব বিশম্ভর।
মরীচি রাখিল নাম অচিন্ত্য অচ্যুত
জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি-সুত।
রুদ্রগন নাম রাখে দেব মহাকাল
বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল।
সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন
সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন।
ভাগুরি রাখিল নাম অগতির গতি
মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।
শুক্লাচার্য্য নাম রাখে অখিল-বান্ধব
বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।
যদুগণ নাম রাখে যদু কুলপতি
অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্তিথি।
অর্জ্যমা রাখিল নাম কাল নিবারন
সত্যবতী নাম রাখে অজ্ঞ্যান নাশন।
পদ্ধাক্ষ রাখিল নাম ভ্রমর-ভ্রমরী
ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী।
বঙ্কচন্দ্র নাম রাখে শ্রী রূপমঞ্জরী
মাধুরী রাখিল নাম গোপী মনোহরী।
মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পুরাণ
কুটিলা রাখিল নাম মদন মোহন।
মঞ্জুরী রাখিল নাম কর্মবন্ধ-নাশ
ব্রজবন্ধু নাম রাখে পূর্ণ অভিলাষ।
দৈত্যারি দ্বারিকানাথ দারিদ্র ভঞ্জন
দয়াময়ি দ্রোপদির লজ্জা নিবারণ।

(স্বরূপে সবার হয় গোলোকেতে স্তিথি
বৈকুণ্ঠে খিরদাসাই কমলার পতি
রসময় রসিক নগর অনুপম
নিকুঞ্জ বিহারী হরি নব ঘনশ্যাম
শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর
তারক ভ্রহ্ম সনাতন পরম ঈশ্বর
কল্পতরু কমল লোচন ঋষিকেশ
পতিতপাবন গুরু জ্ঞান উপদেশ
চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি
দীনবন্ধু দেবকিনন্দন যদুমণি
)

অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা
নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা।
নাম ভজ নাম চিন্ত নাম কর সার
অনন্ত কৃষ্ণের নাম মহিমা মহিমা অপার।
শতভার সুবর্ণ গো কটি কন্যা দান
তথাপি না হয় কৃষ্ণ নামের সমান।
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি
নামের সহিত আছে আপন শ্রীহরি।
শোন শোন ওরে ভাই নাম সংকীর্তন
যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন।
কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর
যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর।
ব্রক্ষ্ম আদি দেবে যারে ধ্যানে নাহি পায়
সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়।
হিরন্যকশিপুর করি উদর-বিদারন
প্রাহ্ললাদে করিলা রক্ষা দেব নারায়ণ।
বলিরে ছলিতে প্রভু হইল বামন
দ্রপদির লজ্জা হরি কইলা নিবারন।
অষ্টতোর শতনাম যে করে পঠন
অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ।
ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন
মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ।
বকাসুর বধ আদি কালিয়া দমন
শ্রীশংকর কহে এই নাম সংকীর্তন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
হরিবোল হরিবোল হরিবোল হরিবোল
হরিবোল হরিবোল হরিবোল হরিবোল
হরিবোল হরিবোল হরিবোল হরিবোল।

Song: Srikrishner Astotoro soto naam
Artist: Aditi Munshi

Video from YouTube for Srikrishner Astotoro soto naam:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *