Featured Video Play Icon

E Mom Jochonai | এ মোম জোছনায়

Arati Mukherjee

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি

জাফরানি ওই আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে
মনে হ​য় বাতাসের ওই দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ ধরি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি

এই রূপসী রাত আর ওই রুপালি চাঁদ বলে জেগে থাকো
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো
মখমলের ওই সুজনী ঘাসে বসলে না হ​য় একটু পাশে
মনে হ​য় মহুয়ারি আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে প​ড়ি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি
ও এসো না গল্প করি

Song: E Mom Jochonai
Artist: Aarti Mukherji
Lyricist: Gouriprasanna Majumder

Video from YouTube for E Mom Jochonai :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *