একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো
মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো।
মাগো মা মাগো মা
তুমি চোখের এত কাছে থেকে,
দূরে কেন বল না!
মাগো মা মাগো মা মাগো মা-
একটু স্নেহ একটু আদর একটু তোমার মায়া,
পায়নি মাগো অনেক বছর তোমার আঁচল ছায়া।
একটু স্নেহ একটু আদর একটু তোমার মায়া,
পায়নি মাগো অনেক বছর তোমার আঁচল ছায়া।
মাগো মা মাগো মা
তোমার কাছে আসা সকল বাধা এবার তোলো না।
মাগো মা মাগো মা মাগো মা-
খাঁচার পাখি খাঁচায় বসে দূরের আকাশ দেখে,
কেমন করে ঘুমাও মাগো আমায় একা রেখে।
খাঁচার পাখি খাঁচায় বসে দূরের আকাশ দেখে,
কেমন করে ঘুমাও মাগো আমায় একা রেখে।
মাগো মা মাগো মা
তোমার চরণধূলা নেবার আশা পূর্ণ হল না
মাগো মা মাগো মা মাগো মা-
একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো
মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো।
মাগো মা মাগো মা
তুমি চোখের এত কাছে থেকে,
দূরে কেন বল না!
মাগো মা মাগো মা মাগো মা-
Song: Ekta Chad Chara Rat Adhar Kalo
Artist: Kumar Bishwajit
Video from Youtube for Ekta Chad Chara Rat Adhar Kalo :