Featured Video Play Icon

Ekhono Sarengita Bajchhe | এখনও সারেঙ্গীটা বাজছে

Bangla Lyrics

এখনও সারেঙ্গীটা বাজছে-
এখনও চেনা চেনা আতরের গন্ধ
একি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ
নাকি আগামী দিনের কোনো
ঝড়ের আভাস বয়ে আনছে।
এখনও সারেঙ্গীটা বাজছে,
এখনও সারেঙ্গীটা বাজছে-
গা রে মা গা পা রে সা নি
গা রে মা গা

আমার নয়নে নয়ন রেখে
নয়নের কথা দিয়ে গিয়েছ ডেকে;
আমার নয়নে নয়ন রেখে
নয়নের কথা দিয়ে গিয়েছ ডেকে;
আশ্বাস এ বিশ্বাস হয় না আমার
ভাবি দারুণ সর্বনাশ
হয়তো বা আমাকেই কাছে ডাকছে।
এখনও সারেঙ্গীটা বাজছে,
এখনও সারেঙ্গীটা বাজছে-
গা রে মা গা পা রে সা নি
গা রে মা গা

তোমার দু হাত ধরে এগিয়ে গিয়ে
ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে;
নিঃশ্বাসে সংশয় শুধুই আমার
ভাবি জীবন মরণে কেউ
অকারণ তরঙ্গ তুলে যাচ্ছে।
এখনও সারেঙ্গীটা বাজছে,
এখনও সারেঙ্গীটা বাজছে-

Song: ekhono sarengita bajchhe
Artist: Haimanti Sukla
Music Director Abhijit Banerjee

Video from YouTube for ekhono sarengita bajchhe:
https://youtu.be/HIXTYHB8-KY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *