Featured Video Play Icon

Musafir Mochre Ankhi Jol | মুসাফির মোছ রে আঁখিজল

Manabendra Mukhopadhyay

মুসাফির মোছ রে আঁখিজল
ফিরে চল আপনারে নিয়া।
মুসাফির মোছ রে আঁখিজল
ফিরে চল আপনারে নিয়া।
আপনি ফুটেছিল ফুল
গিয়াছে আপনি ঝরিয়া।
মুসাফির মোছ রে আঁখিজল
ফিরে চল আপনারে নিয়া।

রে পাগল একি দুরাশা
জলে তুই বাঁধবি বাসা।
রে পাগল একি দুরাশা
জলে তুই বাঁধবি বাসা।
মেটে না হেথায় পিয়াসা
মেটে না হেথায় পিয়াসা
হেথা নাই তৃষ্ণা দরিয়া।
মেটে না হেথায় পিয়াসা
হেথা নাই তৃষ্ণা দরিয়া।

বরষায় ফুটল না বকুল,
পৌষে ফুটিবে কি সে ফুল?
বরষায় ফুটল না বকুল,
পৌষে ফুটিবে কি সে ফুল?
এদেশে ঝরে শুধু ফুল
এদেশে ঝরে শুধু ফুল
নিরাশার কানন ধরিয়া।
রে কবি কতই দেওয়ালি
রে কবি কতই দেওয়ালি
জ্বালিলি তোর আলো জ্বালি।
রে কবি কতই দেওয়ালি
জ্বালিলি তোর আলো জ্বালি।
এলো না তোর বনমালী
আঁধার আজ তোরই দুনিয়া।
এলো না তোর বনমালী
আঁধার আজ তোরই দুনিয়া।
আপনি ফুটেছিল ফুল
গিয়াছে আপনি ঝরিয়া।
মুসাফির মোছ রে আঁখিজল
ফিরে চল আপনারে নিয়া।

Song: Musafir Mochre Ankhi Jol
Artist: Manabendra Mukhopadhyay
Type: Nazrulgiti
Taal: Kaharba
Raga: Bhairavi

Video from YouTube for Musafir Mochre Ankhi Jol:

https://www.youtube.com/watch?v=rTLG8RwcA1I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *