কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে
হু হু হু হু হু হু বাজে সে সুর বুকে
কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে
জানি না কেন যে বাজে সে সুর বুকে
লজ্জা জড়ানো তোমার মধুর হাসি
অমারই এ প্রাণে যায় যে বাজিয়ে বাঁশি
লজ্জা জড়ানো তোমার মধুর হাসি
অমারই এ প্রাণে যায় যে বাজিয়ে বাঁশি
তোমার সে কথা স্বপ্নেরই রূপকথা
জানিনা আমাকে ভরালো এ কোন সুখে
কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে
জানি না কেন যে বাজে সে সুর বুকে
কাকে বলে প্রেম বুঝিনি কখনো আগে
নিজেকে যে তাই আজ এতো ভাললাগে
কাকে বলে প্রেম বুঝিনি কখনো আগে
নিজেকে যে তাই আজ এতো ভাললাগে
এই তো প্রথম জীবনে ফাগুন এলো
আবির মাখানো রক্তিম কিংশুকে
কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে
জানি না কেন যে বাজে সে সুর বুকে
কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে
জানি না কেন যে বাজে সে সুর বুকে
Song: Kichu Kotha Chilo Chokhe
Film : Kalankini (1981)
Director: Dinen Gupta
Artist : Kishor Kumar
Music Director : Shyamal Mitra
Lyricist : Gauriprasanna Mazumder
Star Casting: Chaya Devi, Utpal Dutt, Rabi Ghosh
Video from YouTube for Kichu Kotha Chilo Chokhe :