Featured Video Play Icon

Oporadhi | অপরাধী

Bangla Lyrics

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে
আগলায়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা
দুঃখ পুষাইতাম,
তুই কাঁদলে পরে কেমন করে
হারাইয়া যাইতাম
একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে
আগলায়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা
দুঃখ পুষাইতাম,
তুই কাঁদলে পরে কেমন করে
হারাইয়া যাইতাম

ওরে মনের খাঁচায় যতন কইরা
দিলাম তোরে ঠাঁই,
এখন তোর মনেতেই আমার জন্য
কোন জায়গা নাই
ওরে আদর কইরা পিঞ্জরাতে
পুষলাম পাখি-রে
তুই যা রে যা উইড়া যা রে
অন্য খাঁচাতে

ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে

তোরে স্কুল পলাইয়া একটা নজর
দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমায়
আবেগ কিনিতাম
অরে রাইত এর পর রাইত জাগিয়া
গান লিখিতাম
আমার সেই গানেরও সুরে তোরে
খুঁজিয়া লইতাম

তোরে স্কুল পলাইয়া একটা নজর
দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমায়
আবেগ কিনিতাম
অরে রাইত এর পর রাইত জাগিয়া
গান লিখিতাম
আমার সেই গানেরও সুরে তোরে
খুঁজিয়া লইতাম

এখন একলা একা সময় গুলো
কাটাই কেমনে
এত ভালোবাসার পরেও আমার
কম কি ছিল রে ?
রোজ রাইতে আমায় জোনাক পোকা
কানে কানে কয়
তুই দেইখা লও রে ত্রিভুবনে
কেউ তো করো নয়

ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে

রেরেরেরে রারি রেরে রেরেরে
রেরেরে রেরেরে রেরে রেরেরে

রেরেরেরে রারি রেরে রেরেরে
রেরেরে রেরেরে রেরে রেরেরে

তোর নামের পাশে সবুজ বাতি
আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর
মায়া লাগায় না
কারো হাসি মুখের ছবি দেইখ্যা
ঘুম আর ভাঙ্গে না
কেউ আর ফ্ল্যাক্সিলোডের দোকানটাতেও
ভিড় জমায় না

তোর নামের পাশে সবুজ বাতি
আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর
মায়া লাগায় না
কারো হাসি মুখের ছবি দেইখ্যা
ঘুম আর ভাঙ্গে না
কেউ আর ফ্ল্যাক্সিলোডের দোকানটাতেও
ভিড় জমায় না

এখন তারার মতো জ্বলে নেভে কষ্টগুলা রে
আমি গিটার এর সুর সাথে লইয়া
ভালোই আছি রে
রোজ রাইতে আমায় জোনাক পোকা
কানে কানে কয়
তুই দেইখা লও রে ত্রিভুবনে
কেউ তো করো নয়

ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে

ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে

Song: Oparadhi
Singer: Arman Alif
Music: Ankur Mahamud
Lyrics & Tune: Armaan Alif
Guitar: Shihab rayhan

Video from YouTube for Oporadhi:

https://www.youtube.com/watch?v=kmFS3SENEjw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *