Featured Video Play Icon

Koto Je Tomake Besechi Bhalo | কত যে তোমাকে বেসেছি ভালো

Bangla Cinema

কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো
হৃদয় চিরে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে

ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না
যত দেখি তৃষ্ণা মিটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝরে পড়ে জোছনা
হাসলেই ঝরে পড়ে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে

ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো যেন লজ্জা
মেঘেরাও পেলো যেন লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুম​য় হল ফুল সজ্জা
মধুম​য় হল ফুল সজ্জা
ওগো এই রাত কভু যদি শেষ না হত
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিরে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে

Song: Koto Je Tomake Besechi Bhalo
Artist: Subir Nandi

Video from YouTube for Koto Je Tomake Besechi Bhalo :

https://www.youtube.com/watch?v=qC9Q19zw3Q4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *