কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো
হৃদয় চিরে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না
যত দেখি তৃষ্ণা মিটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝরে পড়ে জোছনা
হাসলেই ঝরে পড়ে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো যেন লজ্জা
মেঘেরাও পেলো যেন লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হল ফুল সজ্জা
মধুময় হল ফুল সজ্জা
ওগো এই রাত কভু যদি শেষ না হত
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
Song: Koto Je Tomake Besechi Bhalo
Artist: Subir Nandi
Video from YouTube for Koto Je Tomake Besechi Bhalo :