Featured Video Play Icon

Phanka Frame। ফাঁকা ফ্রেম

Jatishwar (2014)

ফাঁকা ফ্রেম আর অকেজো হাতঘড়ি নিয়ে এখন আমি কি করি?
অ্যান্টেনায় আর অশ্বত্থের ডালে ঝুলে থাকি প্রতেক সকালে
শহুরে সন্ধ্যায় বন্দরে রুমাল নেড়ে আমি জাহাজ ছাড়াই
অনেক রাতে স্টেশনে প্লাটফর্মগুলোতে আমি ভিখিরি সাজাই
আর দেরশ বছর আগেও আমি তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়েছিলাম এভাবেই ঠিক অন্ধকারে
এখন তুমি খুঁজতে এলে
দেরশ বছর আগেও আমি তোমায় চেয়ে গান লিখেছি
পুকুরধারে জলের গন্ধে বাংলা ভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুঁজতে এলে

ম্যানহল আর ক্লেজস্ট্রীটের গলি দোলের সাথে অন্য কথা বলি
মিয়াজাকি আর সত্যজিৎ মাখা ত্রুফটের দিন আমার জন্য রাখা
শহুরে সন্ধ্যায় বন্দরে রুমাল নেড়ে আমি জাহাজ ছাড়াই
অনেক রাতে স্টেশনে প্লাটফর্মগুলোতে আমি ভিখিরি সাজাই
আর দেরশ বছর আগেও আমি তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়েছিলাম এভাবেই ঠিক অন্ধকারে
এখন তুমি খুঁজতে এলে
দেরশ বছর আগেও আমি তোমায় চেয়ে গান লিখেছি
পুকুরধারে জলের গন্ধে বাংলা ভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুঁজতে এলে

আর দেরশ বছর আগেও আমি তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়েছিলাম এভাবেই ঠিক অন্ধকারে
এখন তুমি খুঁজতে এলে
দেরশ বছর আগেও আমি তোমায় চেয়ে গান লিখেছি
পুকুরধারে জলের গন্ধে বাংলা ভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুঁজতে এলে

Song: Phanka Frame
Movie: Jatishwar (2014)
Singer: Anupam Roy
Music Director: Anupam Roy
Lyricist: Anupam Roy
Star Casting: Prasenjit Chatterjee, Swastika Mukherjee, Jisshu Sengupta, Abir Chatterjee

Video from YouTube for Phanka Frame :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *