প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ,
প্রেমে পড়া বারণ।
তোমায় যত গল্প বলার ছিল,
তোমায় যত গল্প বলার ছিল,
সব পাপড়ি হয়ে গাছের পাশে,
ছড়িয়ে রয়ে ছিল।
দাওনি তুমি আমায় সে সব,
কুড়িয়ে নেওয়ার কোনো কারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও,
ফিরে তাকানো বারণ।
প্রেমে পড়া বারণ।
শূন্যে ভাসি রাত্রি এখনও গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনও শুনি।
শূন্যে ভাসি রাত্রি এখনও গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনও শুনি।
তাই মুখ লুকিয়ে, ঠোঁট ফুলিয়ে
বসন্তের এই স্মৃতিচারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায়,
মনে করা বারণ।
প্রেমে পড়া বারণ।
Song name: Preme Pora Baron
Artist: Lagnajita Chakraborty
Composer: Ranajoy Bhattacharjee
Lyrics: Ranajoy Bhattacharjee
Guitar: Raja Chowdhury
Violin: Rohan Roy
Movie: Sweater (2019)
Director: Siladittya Moulick
Star Casting: Ishaa Saha, Sreelekha Mitra June Malia, Kharaj Mukherjee, Sourav Das, Anuradha Mukharjee, Arindol Bagchi
Video from YouTube for Preme Pora Baron :
Nise