ভুটু তুই নাদুস-নুদুস বড্ড পেটুক
ভুটু ওই দেখ ডিজে
ভুটু তুই নাদুস-নুদুস বড্ড পেটুক
ভুটু ওই দেখ ডিজে
ভুটু তোর ভুঁড়িতে নেই মাসল কোনো
ভুটু করবি কি যে?
আয় আয় বৃৃষ্টি ঝেঁপে
এই রানার্স রানের খেপে
তোকে ধান দেব মেপে
ওই সলমল খানের স্টেপে
সুপারম্যানের চেয়েও শক্তিমান।
হ্যাপি হ্যাপি বার্ড ডে টু ইউ সেলাম ভুটু ভাইজান।
হ্যাপি হ্যাপি বার্ড ডে টু ইউ সেলাম ভুটু ভাইজান।
ভুটু তোর ফুলকো গালে ক্রীম মাখাবো
ভুটু দারুন পার্টি
ভুটু তুই নাচতে গিয়ে পা মারালি
ভুটু করলি মাটি
আজ তেপান্তরের মাঠে সব পড়াশোনা লাটে
আজ স্কুল দিয়েছে ছুটি
ঝাল ঘুঘনী আর পাউরুটি
আমাদের এই পুঁচকে পোকেমন
হ্যাপি হ্যাপি বার্ড ডে টু ইউ সেলাম ভুটু ভাইজান।
হ্যাপি হ্যাপি বার্ড ডে টু ইউ সেলাম ভুটু ভাইজান।
আইসক্রীম কোন, মুরগী মটন,
জমিয়ে খ্যাটন, জন্মদিনের ভোজ
আলোচাল ভাত কর্ন ফ্রুটি স্টার্চ
ফেটে ম্যাসাকার হয় না কেন রোজ?
আইসক্রীম কোন, মুরগী মটন,
জমিয়ে খ্যাটন, জন্মদিনের ভোজ
আলোচাল ভাত কর্ন ফ্রুটি স্টার্চ
ফেটে ম্যাসাকার হয় না কেন রোজ?
তাই বলি আয় বৃৃষ্টি ঝেঁপে
এই রানার্স রানের খেপে
তোকে ধান দেব মেপে
ওই সলমল খানের স্টেপে
সুপারম্যানের চেয়েও শক্তিমান।
হ্যাপি হ্যাপি বার্ড ডে টু ইউ সেলাম ভুটু ভাইজান।
হ্যাপি হ্যাপি বার্ড ডে টু ইউ সেলাম ভুটু ভাইজান।
Song: Bhutu bhaijan
Artist: Shreyan Bhattacharya
Movie: Haami (2018)
Director: Nandita Roy and Shiboprosad Mukherjee
Video from YouTube for Bhutu bhaijan :